কাবিল উদ্দিন কাফি,সিংড়া(নাটোর)প্রতিনিধিঃ
আমি আজ থেকে কোনো রাজনৈতিক দলের নই আমি আমার সিংড়ার পাঁচ লক্ষ মানুষের প্রতিনিধি বলেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী এ্যাড.জুনাইদ আহমেদ পলক
৭ডিসেম্বর(রবিবার) রাত নয়টায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিক নিয়ে ৬০নাটোর ০৩ সিংড়া আসনে টানা চতুর্থ বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়ে চলনবিলের বিভিন্ন প্রান্ত থেকে আসা কর্মীদের সৌজন্য সাক্ষাৎ এর স্বাগত বক্তব্যে এসব কথা বলেন পলক
আজ থেকে সিংড়ায় একটি জনবান্ধব নতুন রাজনীতির বিকাশ ঘটাবেন বলে তিনি আরও মন্তব্য করেন
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিংড়া আসনে মুল প্রতিদন্দ্বী পার্থীর সাথে ৯২৮০৫ ভোটের ব্যাবধানে বিজয়ী হয়ে কর্মীদের সাথে এক নতুন স্মার্ট সিংড়া উপহার দেওয়ার প্রত্যায় ব্যাক্ত করেন পলক
শেষে তিনি বিভিন্ন জায়গা থেকে আসা দলীয় কর্মীদের মিষ্টিশুখ করান এবং বিজয়ানন্দে আতশবাজি ও বিজয়র্র্যলী সহ দৃষ্টিকটু সকল বিষয়ে নিষেধ করেন

