বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রথিকৃত জাতীয় দৈনিক আজকের জনবাণী উন্নয়নের কথা বলে। শনিবার (৩০ ডিসেম্বর) দিনব্যাপী সাংবাদিক সমবেশে আগত অতিথিগণ এসব কথা বলেন। সম্মেলনে বগুড়া, জয়পুরহাট, দিনাজপুর, নওগাঁ ও নাটোর জেলার প্রতিনিধিগণ অংশ নেন।
দৈনিক আজকের জনবাণীর বগুড়া জেলা প্রতিনিধি মুহাম্মাদ রেজাউল করিম খানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জনবাণীর সম্পাদক মোহাম্মদ আব্দুল হামিদ। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন এখন টিভির বগুড়া ব্যুরো চীফ মোঃ মাজেদুর রহমান, দৈনিক মানব জমিনের স্টাফ রিপোর্টার প্রতীক ওমর ও দৈনিক আজকের জনবাণীর উত্তরাঞ্চল প্রতিনিধি আবুল কাসেম আমিন।
দৈনিক আজকের জনবাণীর অনলাইন সম্পাদক অধ্যাপক আব্দুল জলিলের সঞ্চালনায় বক্তারা বলেন সাংবাদিকের দৃষ্টি হবে প্রখর। সবাই যেখানে কিছুই দেখতে পারেনা সাংবাদিক সেখান থেকেও নিউজের উপকরণ খুঁজে বের করেতে পারেন। একজন নিবেদিত প্রাণ সাংবাদিক জাতির বিবেক হিসেবে কাজ করে থাকে। সাংবাদিকের বস্তুনিষ্ঠতা বজায় থাকলে সমাজের উন্নয়নের পাশাপাশি জাতিও সমৃদ্ধ হবে।
এসময় দৈনিক আজকের জনবাণীর বগুড়ার সোনাতলা উপজেলা প্রতিনিধি আব্দুর রাজ্জাক, শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি কামরুল হাসান ও আব্দুর রহিম, নওগাঁ জেলা প্রতিনিধি আব্দুস সালাম, গোবিন্দগঞ্জ প্রতিনিধি কালামানিক দেব, দুপচাঁচিয়া প্রতিনিধি উজ্জল চক্রবর্তী ও শিশির, শেরপুর প্রতিনিধি ইফতেখার আলম, ফুলবাড়ি (দিনাজপুর) প্রতিনিধি আফজাল হোসেন, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি এনামুল হক, জয়পুরহাট প্রতিনিধি আকতারুজ্জামান ও মহসীন আলী, বগুড়া প্রতিনিধি তহমিদুর রহমান, নাটোর/সিংড়া প্রতিনিধি এমরান রানা, শেরপুর প্রতিনিধি মিল্লাত, মোকামতলা প্রতিনিধি খালিদ হাসান, গাইবান্ধা প্রতিনিধি মোঃ উজ্জল মিয়া, আরডিএ প্রতিনিধি হাসিম আলী, কাজিপুর প্রতিনিধি এনামুল হক উপস্থিত ছিলেন।

