ঢাকাThursday , 7 December 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন

বগুড়ার শাজাহানপুরে সেচ নালা থেকে গলা কাটা মরদেহ উদ্ধার

Nadigram
December 7, 2023 6:49 am
Link Copied!

শাহজাহান আলী স্টাফ রিপোর্টারঃ

বগুড়া শাজাহানপুরের সাতবিল পাথারের মরিচ ক্ষেতের পাবি সেচের নালা থেকে আপেল মাহনুদ নামের এক ইজিআাইক চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

০৬ ডিসেম্বর (বুধবার) দুপুর ১২ টার দিকে বগুড়ার শাজাহানপুর উপজেকার নন্দগ্রাম সাতআিলা পাথারের মরিচ ক্ষেতের পানি সেচ নালা থেকে আপেল মাহমুদের মরেহ উদ্ধার করা হয়।

নিহত আপেল মাহমুদ সারিয়াকান্দি উপজেলার ফুলবাড়ী এলাকার মৃত-পিন্টু মিয়ার ছেলে। সে দীর্ঘদিন ধরে বগুড়া শহরের নারুলী মধ্যপাড়া,এলাজায় নানা- নানীর বাড়িতে থেকে ইজিবাইক চালিয়ে সংসার চালাতো। এসব তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার(সদর) শরাফত ইসলাম।

স্হানীয় ইউপি, সদস্য,আব্দুল আলীল জানান,বুধবার সকালে সাতবিলা পাথারে জমিতে কাজ করতে গিয়ে একটি মরিচ ক্ষেতের পাশে সেচ নালার মধ্যে অজ্ঞতানামা এক ব্যক্তির জবাই করা মরদেহ পরে থাকতে দেখেন এলাজার লেকজন।প্যান্ট পরা ওই ব্যক্তির পাশে মোবাইল ফোন পরে থাকতেও দেখা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্হল থেকে মরেদহ উদ্ধারসহ ইজিবাইক চালক আপেল মাহমুদের মরদেহ হিসাবে সনাক্ত করে।
নিহত আপেল মাহমুদের সহপাঠী শাহাদাৎ হোসেন বলেন,আপেল গতকাল সকালে গ্যারেজ থেকে ইজিবাইক নিয়ে বের হয়। এরপর সারাদিন তাঁর সাথে কোনে যোগাযোগ করা যায়নি।তবে রাত ১২ টার দিকে সাবগ্রামে শেষ দেখা হয়েছিল। এরপর সাররাত সে আর গ্যারেজে আসেনি।রাতে মুঠোফোনে একাধিক বার কল করলেও তা বন্ধ পাওয়া যায়। এরপর তার মরদেহ উদ্ধারের খবর পাই।ধারণা করা হচ্ছে তার ইজিবাইক ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে হত্যা কতে ইজিবাইক ছিনতাই করেছে দুর্বৃত্তরা।

বগুড়া পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) শরাফত ইসলাম বলেন, এঘটনায় ধারণা করা হচ্ছে ইজিবাইক ছিনতাই করার উদ্দেশ্যে তাঁকে হত্যা করা হয়েছে। তিনি আরও বলেন , পুলিশের একাধিক টিম এ হত্যকাণ্ডে আসল রহস্য উদঘাটন করতে মাঠে কাজ করছে। দ্রুত ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।