মো: শিবলু রহমান শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:বগুড়ার শাজাহানপুরে বার্মিস চাকুসহ মোহাম্মদ আনোয়ার হোসেন (৩২) নামক এক যুবককে হাতেনাতে গ্রেফতার করেছে শাজাহানপুর থানার এস আই ও আড়িয়া ইউনিয়ন বিট অফিসার আনিসুর রহমান।সে রহিমাবাদ উত্তরপাড়ার সিরাজুল ইসলামের ছেলে। আড়িয়া ইউনিয়ন বিট অফিসার এস আই আনিসুর রহমান জানান,গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি শাজাহানপুর রহিমাবাদ এলাকায় বার্মিজ চাকুসহ একাধিক চুরি ও মাদক মামলার আসামি আনোয়ার ঘোরাফেরা করছে।তৎক্ষনাৎ ওসি স্যারের দিক নির্দেশনায় সর্বজন পরিচিত চৌকস,স্মার্ট আড়িয়া ইউনিয়ন বিট পুলিশ অফিসার এস আই আনিস সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালানা করে উক্ত আসামিকে রহিমাবাদ মধ্যপাড়া শাজাহানের নির্মানাধীন বাড়ির সামনে রাস্তা থেকে বার্মিচ চাকুসহ তাকে গ্রেফতার করা হয়।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)শহিদুল ইসলাম জানান,আসামির নামে একাধিক মামলা রয়েছে।আজ বার্মিচ চাকুসহ আবারও তাকে গ্রেফতার করা হয়েছে,এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

