ঢাকাTuesday , 9 January 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

সারা দেশে দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়েছেন তানভীর শাকিল জয়

Nadigram
January 9, 2024 7:13 pm
Link Copied!

মাহমুদুল হাসান শুভ কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

সিরাজগঞ্জ-১ আসনটি বরাবরই আওয়ামী লীগের জন্য নিরাপদ একটি আসন। জাতীয় নেতা এম মনসুর আলী আসনটিতে আওয়ামী লীগের শক্ত ভিত্তি স্থাপন করে গেছেন। পরবর্তীতে তার সন্তান মোহাম্মদ নাসিম এ ধারাকে এগিয়ে নিয়েছেন। বর্তমানে মোহাম্মদ নাসিমের সন্তান প্রকৌশলী তানভীর শাকিল জয় আসনটিতে খুব ভালভাবেই বাবা-দাদার পথ অনুসরণ করে এগিয়ে চলেছেন। এবার তিনি ২,৭৮,৯৭১ ভোট পেয়ে তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ভোট সংখ্যার দিক থেকে তিনি সারা দেশের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়েছেন।
(প্রসঙ্গত, বিএনপির সুসময়েও আসনটিতে তাদের প্রার্থীর জামানত টেকানো কঠিন হতো)

বেশি ভোট পড়েছে এমন তিনটি আসনের তথ্য-

গোপালগঞ্জ -৩
প্রধানমন্ত্রী শেখ হাসিনা
মোট ভোট -২,৯০,৮১৩
মোট প্রদেয় ভোট -২৫০,৪২২
নৌকা প্রতীক পেয়েছে-২,৪৯,৯৬২ ভোট
স্বতন্ত্র প্রার্থী পেয়েছে- ৪৬০ ভোট
মোট প্রদেয় ভোট শতকরা ৮৬.১১%
মোট প্রদেয় ভোটের শতকরা- ৯৯.৮১% ভোট পেয়েছেন প্রধানমন্ত্রী।

গোপালগঞ্জ -২
শেখ সেলিম এমপি
মোট ভোট – ৩,৬০,৬৩৩
মোট প্রদেয় ভোট -২,৯৬,৮০৮
নৌকা প্রতীক পেয়েছে -২,৯৫,২৯৪ ভোট
স্বতন্ত্র প্রার্থী পেয়েছে-১,৫১৪ ভোট
মোট প্রদেয় ভোট শতকরা-৮২.৩০%
মোট প্রদেয় ভোটের শতকরা – ৯৯.৪৮ % ভোট পেয়েছেন শেখ সেলিম।

সিরাজগঞ্জ-১, (কাজিপুর)
প্রকৌশলী তানভীর শাকিল জয়
মোট ভোট-৩,৯৪,৬৭২
মোট প্রদেয় ভোট- ২,৮৫,৪২৩
নৌকা প্রতীক পেয়েছে- ২,৭৮,৯৭১ ভোট
লাঙ্গল প্রতীক পেয়েছে- ৩,১৩৯ ভোট
মোট প্রদেয় ভোট শতকরা-৭২.৩১%
মোট প্রদেয় ভোটের শতকরা- ৯৭.৭৩% ভোট পেয়েছেন তানভীর শাকিল জয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।