সামিউল আলীম:
আইসিসি ওয়ানডে বিশ্বকাপে আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু বাংলাদেশের। টাইগাররা প্রথমে টসে জিতে ব্যাটিংয়ে পাঠায় আফগানিস্তানকে। ব্যাটিংয়ের শুরুটা দারুন ভাবে করলেও সাকিব মিরাজের আক্রমণআত্নক বলিংয়ে শেষটা সুন্দর হয়নি আফগানদের, দলীয় ১৫৬ রানেই অলআউট হয় তারা। বাংলাদেশের হয়ে সাকিব,মিরাজ নেন ৩টি করে উইকেট এবং তাসকিন ১টি, মুস্তাফিজ ১টি এবং শরিফুল নেয় ২টি উইকেট।
১৫৭ রানের টার্গেটে খেলতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের দলীয় ২৬ রানের মধ্যেই নেই দুটি উইকেট, তামিম রান আউট এবং ফারুকীর বলে বোল্ড আউটের শিকার হয়ে সাজ করে ফিরেন লিটন দাস।
এরপরেই বাংলাদেশের হাল ধরেন মেহেদী হাসান মিরাজ এবং নাজমুল হোসেন শান্ত, দারুন এক পার্টনারশিপ গড়ে দলকে নিয়ে যান জয়ের দ্বার প্রান্তে। মেহেদী হাসান মিরাজ ক্যারিয়ারের তৃতীয় ফিফটি তুলে নিয়ে আউট হন ৫৭ রানে।
মাঝখানে ক্যাপ্টেন সাকিব আল হাসানের উইকেট পড়ে গেলেও একপাশে 'শান্ত' ছিলো একদম শান্তভাবেই, বিশ্বকাপে নিজের প্রথম ফিফটি পূর্ণ করে দলকে জিতিয়েই ফিরেন শান্ত।
এ জয়ে টাইগারদের শুভকামনা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সহ দেশের বিভিন্ন মহলের নেতাকর্মী ও সাধারণ জনগণ ।
সম্পাদক ও প্রকাশক : মোঃ ফিরোজুর রহমান মোবাইল: 01947314055