রাকিবুল হাসান (সাতক্ষীরা) শ্যামনগর প্রতিনিধিঃ। জায়গা জমি সংক্রান্ত বিরোধেকে কেন্দ্র করে কেশবপুরে প্রতিপক্ষের হামলায় একব্যক্তি আহত হয়েছে।আহতের নাম মুফতি শফিকুল ইসলাম।সে কেশবপুর উপজেলার মেহেরপুর গ্ৰামের মৃত্যু মুফতি মোরশেদ আলীর পুএ। গতকাল রোজ শনিবার দুপুর আনুমানিক ২টার দিকে পৃব বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় রনি(২২) পিং মৃত্যু কাজী রবিউল ইসলাম,নয়ন আহমেদ (৩২) মৃত্যু কাজী আশরাফ,সালমা বেগম(২৮) স্বামী নয়ন আহমে,হাবিবা বেগম (৫২) স্বামী মৃত্যু কাজী আশরাফ, আনজিরা খাতুন খেলনা(৩৬) পিতা মৃত কাজী আশরাফ,কাজী আবিদ(২০)পিং কাজী আকরাম,কাজী রবিউল ইসলাম পিতা মৃত্যু কাজী ওয়াজেদ আলী উভয় গ্ৰাম মেহেরপুর। প্রতিপক্ষরা ইট লাঠি লোহার শাবল দা নিয়ে মুফতি শফিকুলের উপর অন্যায় ভাবে হামলা করে ,তাকে বেধম ভাবে মারপিট করে। তাদের মারপিটের আঘাতে তার সামনের একটি দাঁত ভেঙ্গে যায়।এতে আহত শফিকুল জ্ঞান হারিয়ে ফেলে।পরে তার পরিবারের লোকজন তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। এখনো পর্যন্ত তার চিকিৎসা চলছে।এই বিষয়টি নিয়ে তার পরিবারের কাছে জানতে চাইলে তারা বলেন এই বিষয়টি নিয়ে থানায় মামলা করার প্রস্তুতি চলছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ ফিরোজুর রহমান মোবাইল: 01947314055