জুড়ি প্রতিনিধি:
মৌলভীবাজার জেলার জুড়ীতে ছাত্র কল্যাণ ঐক্য পরিষদের আয়োজনে চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ কর হয়েছে। রবিবার (১৭ ডিসেম্বর) বিকেলে উপজেলার জুড়ী মডেল একাডেমি প্রাঙ্গণে ছাত্র কল্যাণ ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা ছাত্রলীগ নেতা মোঃ আল আমিনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিংকু রঞ্জন দাস।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বদরুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশীদ সাজু, জুড়ী মডেল একাডেমির প্রধান শিক্ষক ও জুড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মনিরুল ইসলাম, বেলাগাও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এরশাদ আলী, ইউপি সদস্য আবুল কাশেম, সমাজসেবক মিজানুর রহমান, মনিরুল ইসলাম, যুবলীগ নেতা ফারুক মিয়া, জুড়ী মডেল একাডেমির সিনিয়র শিক্ষক উসমান হোসেন প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন মাহবুব, শাকিল, সাইদুল, আবুল কালাম, ইউছুফ আহমেদ, কয়েছ আহমেদ প্রমুখ।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের তিনজন করে মোট ছয় জনসহ অংশগ্রহণকারী সবাইকে পুরস্কার প্রদান করা হয়।
সম্পাদক ও প্রকাশক : মোঃ ফিরোজুর রহমান মোবাইল: 01947314055