আসলাম উদ্দিন, প্রতিবেদকঃ
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন আজ সোমবার (৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হচ্ছে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। তবে নির্ধারিত সময়ের আগে কেন্দ্রে প্রবেশ করলে ভোটাররা বিকেল ৪টার পরও ভোট দিতে পারবেন।
এবারের নির্বাচনকে কেন্দ্র করে পুরো ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। নির্বাচন কমিশন, বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক, রোভার, রেঞ্জার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তা নিশ্চিতে দায়িত্ব পালন করছে। টিএসসি এলাকায় পুলিশের বিশেষ নিয়ন্ত্রণকক্ষ গঠন করা হয়েছে এবং প্রতিটি কেন্দ্রে এলইডি স্ক্রিনের মাধ্যমে ফলাফল প্রদর্শনের ব্যবস্থা রাখা হয়েছে।
আগের মতো কেবল হলভিত্তিক নয়, এবার ক্যাম্পাসের বিভিন্ন স্থানে মোট ৮টি কেন্দ্রে ভোটগ্রহণ করা হচ্ছে। এর মধ্যে কার্জন হল, জগন্নাথ হল, টিএসসি, বিশ্ববিদ্যালয় ক্লাব, সিনেট ভবন, উদয়ন স্কুল অ্যান্ড কলেজ, ভূতত্ত্ব বিভাগ ও ল্যাবরেটরি স্কুলে বুথ স্থাপন করা হয়েছে। এ কারণে শিক্ষার্থীরা আগের তুলনায় আরও স্বাচ্ছন্দ্যে ভোট দিতে পারছেন।
এবার ডাকসুর ২৮ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ জন প্রার্থী। আর ১৮টি হল সংসদের ১,০৩৫ পদে প্রার্থী হয়েছেন শতাধিক শিক্ষার্থী। মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪ জন, এর মধ্যে ছাত্র ২০ হাজার ৯১৫ এবং ছাত্রী ১৮ হাজার ৯৫৯ জন।
নারী প্রার্থীর সংখ্যা আগের তুলনায় বেড়েছে। এবার ডাকসু নির্বাচনে প্রার্থীর মধ্যে ১৩ শতাংশ নারী এবং হল সংসদে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন ১৮৫ জন ছাত্রী। সংখ্যালঘু প্রার্থীর সংখ্যাও বেড়েছে—ডাকসুতে ৩.৮২ শতাংশ এবং হল সংসদে রয়েছেন ১৪ জন।
উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় শিক্ষার্থীদের নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন।
বিশ্লেষকদের মতে, ২০১৯ সালের তুলনায় এবারের নির্বাচন অনেক বেশি অংশগ্রহণমূলক, স্বচ্ছ ও প্রাণবন্ত হতে যাচ্ছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ ফিরোজুর রহমান মোবাইল: 01947314055