নান্দাইল প্রতিনিধি: খাইরুল ইসলাম
ময়মনসিংহের নান্দাইল চৌরাস্তার ঐতিহাসিক ও দৃষ্টিনন্দন গোলচত্বরকে নতুন রূপে সাজাতে সৌন্দর্যবর্ধন কাজ শুরু করেছে উপজেলা প্রশাসন। উপজেলা প্রশাসনের উদ্যোগে ইতোমধ্যে গোলচত্বরের ভেতর ও বাইরের দীর্ঘদিনের জমে থাকা আবর্জনা অপসারণ করা হচ্ছে। পাশাপাশি নতুনভাবে পরিষ্কার-পরিচ্ছন্ন করে আধুনিক সৌন্দর্য ফুটিয়ে তুলতে নেওয়া হয়েছে বিভিন্ন পদক্ষেপ। উপজেলা প্রশাসন জানিয়েছে, নান্দাইলের প্রধান প্রবেশমুখে অবস্থিত এই গোলচত্বর শুধু একটি স্থাপনা নয়, বরং এটি উপজেলার মর্যাদা ও সৌন্দর্যের প্রতীক। তাই এটিকে নষ্ট বা অযত্নে ফেলে রাখলে পুরো নান্দাইলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়। এ প্রসঙ্গে প্রশাসনের পক্ষ থেকে নান্দাইলবাসীর উদ্দেশ্যে আহবান জানানো হয়েছে- গোলচত্বরের সৌন্দর্য রক্ষায় সবাইকে দায়িত্বশীল হতে হবে। মূত্র বিসর্জন বা যেকোনো অনাকাঙ্ক্ষিত কাজে কেউ যেন এর ভেতরের পরিবেশ নষ্ট না করেন। এছাড়া রাজনৈতিক দলসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ব্যবসায়িক প্রতিষ্ঠানকে অনুরোধ জানানো হয়েছে, গোলচত্বরকে ব্যানার ও ফেস্টুনমুক্ত রাখা হোক। এতে স্থাপনাটির সৌন্দর্য অক্ষুণ্ণ থাকবে এবং এটি প্রকৃত অর্থেই নান্দাইলের অন্যতম আকর্ষণীয় স্থানে পরিণত হবে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সারমিনা সাত্তার জানান, "নান্দাইলকে একটি পরিচ্ছন্ন ও আধুনিক উপজেলায় রূপান্তর করতে এই সৌন্দর্যবর্ধন কার্যক্রম গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এর মাধ্যমে নান্দাইলবাসী একটি দৃষ্টিনন্দন পরিবেশ উপহার পাবেন।" স্থানীয়রা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নান্দাইলের উন্নয়ন ও সৌন্দর্য ধরে রাখতে নাগরিক সচেতনতা সবচেয়ে বেশি জরুরি।
সম্পাদক ও প্রকাশক : মোঃ ফিরোজুর রহমান মোবাইল: 01947314055