নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার ৩নং ভাটরা ইউনিয়ন পন্ডিতপুকুর বাজারে আসর নামাজ পর থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে আলহাজ্ব মাওলানা ইদ্রিস আলী লিফট বিতরণ ও সাধারণ মানুষের মাঝে মতবিনিময় করেন।তিনি সাধারণ মানুষের খোঁজখবর নিতে প্রত্যেকটি গ্রামে,মহল্লায়,পাড়ায় পাড়ায় গিয়ে খোঁজখবর নিচ্ছেন।তিনি সবসময় গরিব দুঃখীর ও অসহায় মানুষের পাশে দাঁড়ান।
ইসলামের পক্ষে সবাই এক হলে দেশের জন্য কল্যাণ বয়ে আসবে বলে দাবি করে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মাওঃ ইদ্রিস আলী বলেন, ‘আমরা যদি একাকার হই ইসলামের পক্ষে, দেশের কল্যাণের পক্ষে ও মানুষের কল্যাণের পক্ষে আওয়াজ তুলতে পারি, তাহলে এ দেশ হবে তামাম দুনিয়ার মধ্যে স্বর্ণের দেশ। আর যদি চাঁদাবাজ ও ধোঁকাবাজদের ধোঁকায় আবার পড়ি, তাহলে আমাদের চোখের পানি, মায়ের কলিজা ছিঁড়া চিৎকার বিফলে যাবে। আমার ব্যবসায়ী ভাইয়েরা সুন্দরভাবে ব্যবসা করতে পারব না, এই পরিবেশ আর দেখতে চাই না। তাই আসুন, আমরা যাঁরা ইসলামপ্রেমী রয়েছি, দেশপ্রেমী রয়েছি সবাই এক হয়ে দেশের কল্যাণের জন্য ও মানুষের কল্যাণের জন্য আগামী নির্বাচনে যদি একটি ব্যালট বাক্স পাঠাতে পারি, তাহলে আল্লাহর রহমতে বিজয় আমাদের ঠিকই দান করবে।সে সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ অঙ্গ সংগঠন সহ বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ ফিরোজুর রহমান মোবাইল: 01947314055