নন্দীগ্রাম(বগুড়া)প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন কে ঘিরে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র প্রার্থীর নাম ঘোষণার পর থেকেই প্রচারণায় নেমেছেন ৩৯ বগুড়া-৪(কাহালু-নন্দীগ্রাম) আসনে বাংলাদেশ জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী ড. মোস্তফা ফয়সাল পারভেজ। নির্বাচনী প্রচারণা শুরু থেকেই ব্যানার-ফেস্টুন ভেঙে ছিঁড়ে ফেলার ঘটনা ঘটছে। এমনকি প্রার্থীর ব্যানার-ফেস্টুনে থাকা ছবি বিকৃতি করা হচ্ছে। যা সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন প্ল্যাটফর্মে দেখা দিয়েছে আলোচনা ও সমালোচনার ঝড়। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুকে) প্রার্থীর ব্যানার ভাংচুর-ছবি বিকৃতির ঘটনায় উদ্বেগ জানিয়ে প্রতিবাদ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়েত ইসলামী নন্দীগ্রাম উপজেলা ও পৌর শাখার নেতারা। পৌর জামায়াতের সেক্রেটারী আব্দুল আলীম নিন্দা জানিয়ে বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী তার নিয়ম নিতি আদর্শ নিয়ে চলে। ছবি বিকৃত করে ইসলামী আন্দোলনের বিজয় ঠেকানো যাবেনা ইনশাআল্লাহ। এদিকে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের বাংলাদেশ জামাতে ইসলামী মনোনীত প্রার্থী ড. মোস্তফা ফয়সাল পারভেজ বলেন, নির্বাচন কমিশনের বিধিমালা মেনে ব্যানার-ফেস্টুন স্থাপন করেছি। আমাদের জনপ্রিয়তা দেখে একটি গোষ্ঠী উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাদের কর্মকাÐকে ব্যাহত করার জন্য এ ধরনের ন্যাক্কারজনক কাজ করছে। ছবি বিকৃতির মাধ্যমে তারা ধর্মীয় অনুভ‚তি কে লক্ষ্যবস্তু করেছে। এটি একটি পরিকল্পিত ষড়যন্ত্র। আমরা দুষ্কৃতিকারীদের শনাক্ত করে শাস্তির দাবি করছি। সেই সাথে জনগণ ও সাধারণ ভোটারদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, কোন কুচক্রীমহল তাদের ঐক্য ভাঙতে পারবে না ইনশাআল্লাহ।
সম্পাদক ও প্রকাশক : মোঃ ফিরোজুর রহমান মোবাইল: 01947314055