আরাফাত হোসেন স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার নন্দীগ্রামে ফসলি জমি জবর দখল চেষ্টার অভিযোগ পাওয়া গেছে এক প্রভাবশালীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার ৫নং ইউনিয়নের কাথম গ্রামে। এই ঘটনায় গত শুক্রবার সুইটি বেগম নামের এক ভুক্তভোগী নারী ৩ জনকে অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা হলেন, কাথম পূর্বপাড়ার মো, বাদসা এবং বাদসার দুই ছেলে শাহীন ও হাবিবুর।
অভিযোগ সূত্রে জানা গেছে, কাথম গ্রামের গোলাম রব্বানীর মেয়ে সুইটি বেগম একই গ্রামের মৃত আবেদ আলীর ছেলে আক্তারুজ্জামান মিলনের নিকট হইতে দেড় বছর পূর্বে সারে ১৩ শতক ফসলি জমি ক্রয় করে ভোগ দখল করে আসছেন। এমতাবস্থায় গত শুক্রবার একই গ্রামের মো, বাদসা এবং তার দুই ছেলে শাহিন ও হাবিবুর জমিটি তাদের দাবী করে সুইটি বেগমের আবাদকৃত জমিতে জোর করে ঔষধ প্রয়োগ করেন। সুইটি বেগম সহ তার মা বাধা দিতে গেলে বিবাদী পক্ষ তাদের অকথ্য ভাষায় গালাগালি সহ প্রাননাশের হুমকি দিয়ে চলে যান।
এবিষয়ে ভুক্তভোগী সুইটি বেগমের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমাদের পরিবারে আমরা মা মেয়ে ছাড়া কোন পুরুষ মানুষ না থাকায় বাদসা সহ তার দুই ছেলে জোর করে আমার ক্রয়কৃত সম্পত্তি দখলের চেষ্টা করছে।
অভিযোগের বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আজমগীর হোসাইনের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুক ব্যবস্থা গ্রহন করা হবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ ফিরোজুর রহমান মোবাইল: 01947314055