নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ৪নং থালতা মাঝগ্রাম ইউনিয়নের মাজগ্রাম এম.এ. ফাজিল ডিগ্রি মাদ্রাসার উদ্যোগে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১১টায় মাদ্রাসা প্রাঙ্গণে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে এই গ্রীষ্মকালীন প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।
নন্দীগ্রামের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ মাজগ্রাম এম.এ. ফাজিল ডিগ্রি মাদ্রাসায় আয়োজিত এই খেলা শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে চরম উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে। খেলায় শিক্ষক দল প্রথমার্ধে ১টি ও দ্বিতীয়ার্ধে আরও ১টি গোল করে মোট ২-০ গোলে শিক্ষার্থী দলকে পরাজিত করে।
খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আইয়ুব আলী। তিনি বলেন, “আমরা চাই শিক্ষার্থীরা পড়ালেখার পাশাপাশি খেলাধুলার মধ্য দিয়েও শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকুক। ফুটবল একটি উৎকৃষ্ট ক্রীড়া যা শরীরচর্চার অন্যতম মাধ্যম। এছাড়াও, খেলাধুলা মাদকমুক্ত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
এ ধরনের আয়োজনে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক আনন্দ ও উৎসবমুখর পরিবেশ তৈরি হয়
সম্পাদক ও প্রকাশক : মোঃ ফিরোজুর রহমান মোবাইল: 01947314055