নান্দাইল প্রতিনিধি: খাইরুল ইসলাম
ময়মনসিংহের নান্দাইলে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর উদ্যোগে ‘৫ জিরো প্লাস’ বিষয়ক এক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ সেপ্টেম্বর) নান্দাইল উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত সভায় মূল বিষয়বস্তু- বাল্যবিবাহমুক্ত সমাজ গঠন, শিশু শ্রম বন্ধ, শিশু অপুষ্টি ও ক্ষুধামুক্ত ভবিষ্যৎ নিশ্চিতকরণ, শিশুদের স্কুল থেকে ঝরে পড়া রোধ, প্লাস্টিক ব্যবহার বন্ধ এবং পরিচ্ছন্ন-সবুজ পরিবেশ সৃষ্টি।
বৈঠকে নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তারের সভাপতিত্বে ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নান্দাইল এরিয়া ম্যানেজার সাগর জন কস্তার সঞ্চালনায় সভাপতির স্বাগত বক্তব্যে ইউএনও সারমিনা সাত্তার বলেন, নান্দাইল উপজেলায় বাল্যবিবাহমুক্ত সমাজ গঠন, শিশু শ্রম বন্ধ, শিশুদের অপুষ্টি ও ক্ষুধামুক্ত ভবিষ্যৎ নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের স্কুল থেকে ঝরে পড়া রোধকল্পে সকলকে একসাথে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, শিশুদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা এবং আগামী প্রজন্মকে সুশিতি ও দক্ষ মানব সম্পদ হিসেবে গড়ে তোলার জন্য সচেতনতা বৃদ্ধি ও সামাজিক আন্দোলন গড়ে তোলা জরুরি। পরিবার, বিদ্যালয় ও সমাজ মিলেই শিশুদের জন্য নিরাপদ ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করা সম্ভব। একটি শিশুবান্ধব সমাজ গড়ে তুলতে আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে”।
পরে উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহানা নাজনীন, যুব উন্নয়ন কর্মকর্তা জিএম সেলিম রেজা, সমাজ সেবা কর্মকর্তা মিজানুল ইসলাম আকন্দ, নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ খন্দকার জালাল উদ্দিন মাহমুদ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা কামরুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার ফজিলাতুন্নেচ্ছা, বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি
আঃ হান্নান আল আজাদ, নান্দাইল প্রেস ক্লাবের সভাপতি এনামুল হক বাবুল, প্রেস ক্লাব নান্দাইলের সভাপতি হান্নান মাহমুদ, সাংবাদিক রমেশ কুমার পার্থ, আলম ফরাজী, যুব ফোরামের সভাপতি নুসরাত জাহান সাথী সহ প্রমুখ।
গোল টেবিল বৈঠকে বক্তারা বলেন, সমাজের প্রতিটি স্তরে সচেতনতা সৃষ্টি করতে পারলেই বাল্যবিবাহ, শিশু শ্রম ও ঝরে পড়া রোধ করা সম্ভব হবে। পাশাপাশি পরিবেশবান্ধব কার্যক্রম ও প্লাস্টিক ব্যবহার হ্রাসে সবাইকে আরও উদ্যোগী হওয়ার আহ্বান জানান তারা। সভায় সরকারী কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ, এনজিও প্রতিনিধিবৃন্দ, শিশু ও যুবফোরামের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ ফিরোজুর রহমান মোবাইল: 01947314055