
শাহজাহান আলী স্টাফ রিপোর্টারঃসারাদেশে বিএনপি-জামায়াতের ডাকা ২ দিনের অবরোধের প্রতিবাদে বগুড়ার রাজপথে অবস্থান নিয়েছে জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।০৫ নভেম্বর(রোববার)সকাল ১০টার দিকে বগুড়া জেলা যুবলীগের সভাপতি সজীব সাহ এর নেতৃত্বে শতাধিক মোটরসাইকেল নিয়ে যুবলীগ নেতাকর্মীরা মাটিডালী থেকে গোকুল এবং বনানী পর্যন্ত মহাসড়কে তারা মহড়া দেয়। এ সময় অবরোধ বিরোধী স্লোগান দিতে থাকেন ছাত্রলীগ নেতাকর্মীরা। মহড়া শেষে তারা মাটিডালী বিমান মোড় এবং বনানীতে আওয়ামী লীগের প্রতিবাদ সমাবেশে যোগ দেন।বগুড়া জেলা ছাত্রলীগের সাভাপতি সজীব সাহ বলেন,বিএনপি বরাবরই ধ্বংসাত্মক রাজনীতিতে বিশ্বাস করে। পালাতক ও দন্ডপ্রাপ্ত আসামি তারেক জিয়ার নেতৃত্বাধীন বিএনপির দল সারা দেশে ৪৮ ঘন্টার অবরোধের ঘোষণা দিয়েছে। বাংলাদেশের মানুষ ঘৃনাভরে তাদের এ অবরোধ প্রত্যাখন করেছে। বিএনপি, জামায়ত ও শিবিরকে প্রতিহত করতে এবং দাঁতভাঙা জবাব দিতে বগুড়া জেলা ছাত্রলীগ সবসময় প্রস্তুত আছে।সেই লক্ষে আজ রবিবার সকাল থেকে জেলার বিভিন মহাসড়ককে আমাদের অবস্থান সক্রিয় ছিল।
সম্পাদক ও প্রকাশক : মোঃ ফিরোজুর রহমান মোবাইল: 01947314055