আসলাম উদ্দিন, প্রতিবেদকঃ
জাতীয় সংগীতশিল্পী ফরিদা পারভীনের প্রয়াণে দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। শনিবার রাত সাড়ে দশটার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর পরদিন সকাল থেকেই তাকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে ভিড় করেন ভক্ত, সংস্কৃতিকর্মী ও সাধারণ মানুষ।
রবিবার সকাল সাড়ে ১১টার দিকে মরদেহ আনা হয় ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে। বৃষ্টি উপেক্ষা করে ফুল হাতে অসংখ্য মানুষ ছুটে আসেন প্রিয় শিল্পীর প্রতি শ্রদ্ধা জানাতে। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিল্পী সংগঠন, সংস্কৃতিকর্মী এবং সাধারণ মানুষ একসঙ্গে দাঁড়িয়ে কণ্ঠস্বরহীন সেই শিল্পীর প্রতি ভালোবাসা প্রকাশ করেন।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও বিভিন্ন সংগঠনের উদ্যোগে আয়োজিত এ শ্রদ্ধানুষ্ঠানে উপস্থিত ছিলেন সচিব মো. মফিদুর রহমানসহ শিল্পী ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজনেরা। ভিডিও কলে শ্রদ্ধা জানান কিংবদন্তি কণ্ঠশিল্পী রুনা লায়লাও। বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম বলেন, “ফরিদা পারভীন শুধু শিল্পী নন, তিনি সাধকও ছিলেন। লালনগীতিকে তিনি এমনভাবে তুলে ধরেছেন, যা আজীবন মানুষের হৃদয়ে বেঁচে থাকবে।”
দীর্ঘ সংগীতজীবনে ফরিদা পারভীন লালনগীতি ও দেশাত্মবোধক গানকে নতুন মাত্রা দিয়েছেন। তার গায়কির সরল ভঙ্গি, হৃদয়ছোঁয়া উপস্থাপন তাকে সাধারণ মানুষের কাছাকাছি নিয়ে গিয়েছিল।
শ্রদ্ধানুষ্ঠান শেষে মরদেহ নিয়ে যাওয়া হয় নিজ জেলা কুষ্টিয়ায়। সেখানে বাদ মাগরিব জানাজা শেষে তাকে চিরনিদ্রায় শায়িত করা হবে। প্রিয় শিল্পীর বিদায়ে দেশ হারাল সুরের এক অসাধারণ সাধক।
সম্পাদক ও প্রকাশক : মোঃ ফিরোজুর রহমান মোবাইল: 01947314055