স্টাফ রিপোর্টারঃ অবরোধ চলাকালে সিরাজগঞ্জের রায়গঞ্জে গম বোঝাই একটি ট্রাক পোড়ানোর মামলায় রাকিব হোসেন নামের এক বিএনপি নেতা কে গ্রেফতার করেছে থানা পুলিশ।আজ শনিবার সকালে গ্রেফতারকৃত আসামীকে জেল হাজতে পাঠানো হয়।রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম জানান, গতকাল শুক্রবার সকালে উপজেলার বাঐখোলা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত রাকিব হোসেন চান্দাইকোনা ইউনিয়নের রামকৃষ্ণপুর কোদলা গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে।
উল্লেখ্য, গত ৩১ অক্টোবর চান্দাইকোনা ইউনিয়নের (ঢাকা-বগুড়া) মহাসড়কের ষোলমাইল তবারীপাড়া এলাকায় গম বোঝাই ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা।এতে ট্রাক ড্রাইভার ছাইদুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতনামা ২৫/৩০ জনকে আসামি করে রায়গঞ্জ থানায় একটি নাশকতার মামলা দায়ের করে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ ফিরোজুর রহমান মোবাইল: 01947314055