মীর তানভীর ইসলাম স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জের রায়গঞ্জে বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন পক্ষ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও জয়িতাদের সম্মাননা প্রদান করা হয়েছে।
শনিবার( ৯ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানজিল পারভেজ।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খাদিজা নাসরিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, উপজেলা কৃষক লীগের আহবায়ক ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মোঃ রেজাউল করিম বাচ্চু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নিষ্কৃতি রানী দাস, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজ উদ্দিন খান, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি লিনা হক লুৎফা সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও উপজেলা আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতা-কর্মী বৃন্দ। আলোচনা সভা শেষে জয়িতাদের হাতে সম্মাননা তুলে দেয়া হয়।
সম্পাদক ও প্রকাশক : মোঃ ফিরোজুর রহমান মোবাইল: 01947314055