শাহজাহান আলী স্টাফ রিপোর্টারঃবগুড়ার নাশতার মামলার আসামী মিজানুর রহমান (৩৯) নামের এক আসামীকে ঢাকায় গ্রেফতার করেছে র্যব।১১ নভেম্বর (শনিবার) সকালে র্যাব-১২ ও র্যাব-৩ যৌথ অভিযানে রাজধানীর মতিঝিল এলাকা থেকে মিজানুর রহমানকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আসামি মিজানুর রহমান বগুড়া সদর থানার গোকুল পশ্চিমপাড়ার মৃত আফসার আলীর ছেলে।
গ্রেফতারের বিষয়টি আজ রবিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছেন র্যব-১২ বগুড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন।
র্যব-১২ বগুড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন রবিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, রাষ্ট্র বিরোধী নাশকতা মূলক মামলার আসামি মিজানুর রহমানকে রাজধানীতে যৌথ অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামি মিজানের নামে বগুড়ার বিভিন্ন থানায় ১৯টি মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সদর থানায় হস্তান্ত করা রয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ ফিরোজুর রহমান মোবাইল: 01947314055