আসলাম উদ্দিন, সিরাজগঞ্জ থেকেঃ
সিরাজগঞ্জের শাহজাদপুরে মাদ্রাসার এক শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে আব্দুল মুন্নাফ (৩০) নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার জুগ্নীদহ তাহফিজুল কুরআন হাফিজিয়া মাদ্রাসা থেকে তাকে আটক করা হয়। ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হেফজ বিভাগের দুই শিক্ষার্থী মাদ্রাসায় যেতে অনীহা প্রকাশ করলে তাদের কারণ জানতে চাইলে জানা যায়, শিক্ষক আব্দুল মুন্নাফ গভীর রাতে কক্ষে ডেকে নিয়ে তাদেরকে জোরপূর্বক বলাৎকার করেছেন। এ বিষয়ে কাউকে জানালে প্রাণনাশের হুমকিও দেন তিনি। বিষয়টি প্রকাশ্যে আসার পর স্থানীয়রা উত্তেজিত হয়ে তাকে ঘেরাও করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে।
মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য আমিরুল ইসলাম জানান, ওই শিক্ষক দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের সঙ্গে এমন অনৈতিক আচরণ করে আসছিলেন। অভিভাবকরা একাধিকবার অভিযোগ জানালেও মাদ্রাসা কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা না নিয়ে উল্টো অভিযোগকারীদের ধমক দেয়।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছলাম আলী জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তারকৃত শিক্ষককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে
সম্পাদক ও প্রকাশক : মোঃ ফিরোজুর রহমান মোবাইল: 01947314055