আসলাম উদ্দিন, সিরাজগঞ্জ সদর প্রতিনিধি:
সিরাজগঞ্জ ইকোনমিক জোনের উদ্যোগে "মানবতার বন্ধনে- সহমর্মিতা থেকে পরিবর্তন" শিরোনামে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণ ও কর্মসংস্থান বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৬ সেপ্টেম্বর) বিকেল ৪টায় ইকোনমিক জোনের কনফারেন্স হলে এ আয়োজন করা হয়।
সিরাজগঞ্জ ইকোনোমিক জোনের পরিচালক শেখ মনোয়ার হোসেনের আহবানে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন র.ই. মানিক। বিশেষ অতিথি ছিলেন মামুন বিশ্বাস, শেখ রজব, শাহবাজ খান সানি এবং আশকার পাইন। আরো উপস্থিত ছিলেন আব্দুল আলীম, জনাব রানা, অপুর্ব সত্যার্থী, এস. এম. বাহাদুর আলী, আসিফ হোসেন সহ বিভিন্ন মানবিক সংগঠনের সদস্যবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক আব্দুল্লাহ আল সাফি, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিত্ব শহিদুল ইসলাম শহিদ, জিল্লুর তালুকদার, সাংবাদিক উজ্জ্বল অধিকারী, নিরাপদ খাদ্য উদ্যোক্তা টুক্কু মুক্তার, উদ্যোক্তা আমির হামজা রনি, শ্রাবণ হোসেন হিরণ এবং স্মার্ট ট্যুরিজমের ফাউন্ডার এডমিন আসলাম উদ্দিন সহ আরো অনেকে।
বক্তারা বলেন, দেশের টেকসই উন্নয়ন তখনই সম্ভব হবে যখন অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়িত্ববোধকে সমান গুরুত্ব দেওয়া হবে।
তাঁরা আরও উল্লেখ করেন, কর্মসংস্থান সৃষ্টির সাথে মানবিক উদ্যোগের সমন্বয় ঘটাতে পারলে সমাজ হবে কল্যাণমুখী ও সমৃদ্ধ। সভায় স্থানীয় স্বেচ্ছাসেবী মানবিক সংগঠনগুলোর অভিজ্ঞতা, পরিকল্পনা ও দায়বদ্ধতার বিষয়গুলো শেয়ার করা হয়।
মতবিনিময় শেষে অতিথিরা সিরাজগঞ্জ ইকোনমিক জোনের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন এবং চলমান উন্নয়ন কার্যক্রম ঘুরে দেখেন।
আয়োজকরা জানান, এ ধরনের কার্যক্রম ভবিষ্যতে মানবতা, কল্যাণ ও কর্মসংস্থানমুখী এক সুন্দর আগামীর পথে সহায়ক ভূমিকা রাখবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ ফিরোজুর রহমান মোবাইল: 01947314055