এইচ এম ফারুক, চলনবিন প্রতিনিধিঃসিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বরে এতিম দুই শিশু ইয়াছিন ও মিম দুই ভাই বোন দুমুঠো ভাতের জন্য সারাদিন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে । আর রাত হলে মানুষের চায়ের দোকানে দুই ভাই বোন ঘুমায়।
প্রতিদিনের ন্যায় ৪ নভেম্বর শনিবার রাতে হাইওয়ে থানার পূর্ব পার্শ্বে শিউলির চা স্টলে টেবিলের উপর খালি গায়ে ঘুমাচ্ছিল ইয়াছিন ও মিম। বিষয়টি নজরে আসে সাংবাদিক সাব্বির মির্জার। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মানবিক একটি পোস্ট করেন। বিষয়টি ভাইরাল হলে
স্বপ্ন নিয়ে পথ চলার (SNPCS) এর এস এম বাহাদুর আলী এতিম শিশুদের নতুন কাপড় দেয়ার প্রতিশ্রুতি দেন । সেই মোতাবেক নতুন কাপড় শীতের নতুন পোশাক নিয়ে হাজির হন ( ৫ নভেম্বর) রবিবার সন্ধ্যার পর। নতুন জামা ও শীতের কাপড় পেয়ে খুশিতে আত্মহারা দুই ভাই বোন শিশু ইয়াছিন ও মিম।
এ সময় উপস্থিত ছিলেন স্বপ্ন নিয়ে পথ চলা সংগঠনের এস,এম, বাহাদুর আলী,দৈনিক কাগজ পত্রিকার তাড়াশ উপজেলা প্রতিনিধি সাংবাদিক রফিকুল ইসলাম, দৈনিক ঢাকা প্রতিদিন পত্রিকার তাড়াশ উপজেলা সাব্বির মির্জা,ভলেন্টিয়ার ইউসুফ আলী প্রমুখ।
এ সময় স্বপ্ন নিয়ে পথ চলা সংগঠনের এস এম বাহাদুর আলী বলেন,শীতের কাপড় নতুন পোশাক পেয়ে দেখার মতো হাসি ছিলো (ইয়াসিন ও মিমের মুখে) আপনাদের সহযোগিতায় ওদের পাশে দারাতে পেরে আমরা স্বপ্ন নিয়ে পথ চলা সংগঠন টিম আনন্দিত । ফেসবুকে পোস্ট করার সাথে সাথে পরিচয় গোপনে প্রিয় এক ভাই ওদের জন্য সহযোগিতা হাত বাড়িয়েছেন।
আশা করি এভাবেই স্বপ্ন নিয়ে পথ চলা সংগঠন (SNPCS) এর পাশে থাকবে সব সময়।

