এইচ এম ফারুক, চলনবিল প্রতিনিধিঃআগামী দ্বাদশ জাতীয় সংসদ নিবার্চনে সিরাজগঞ্জ -৩ ( রাযগঞ্জ, তাড়াশ ও সলঙ্গা) আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী ব্রিগেডিয়ার জেনারেল প্রকৌশলী মো. নজরুল হাসান মানিক (অবঃ)এর পক্ষে লিফলেট বিতরণ করেন দলীয় নেতা- কর্মীরা।
মঙ্গলবার বিকেলে তাড়াশ উপজেলার বারুহাঁস ইউনিয়নের বিনোদপুর বাজার থেকে লিফলেট বিতরণ শুরু করেন। বারুহাঁস ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মো. রাজিব সরকার রাজু নেতৃেত্ব ওই লিফলেট বিতরণ করা হয়। পরে বারুহাঁস ইউনিয়ন, তালম ইউনিয়ন ও দেশীগ্রাম ইউনিয়নের বিভিন্ন বাজারে এবং জন সমাগম স্থানে ওই লিফলেট বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, তাড়াশ উপজেলা আওয়ামিলীগের সাবেক প্রচার সম্পাদক মো. আছাব আলী কিরণ, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. হোসেন আলী রুবেল, বারুহাস ইউনিয়নের ৯ নাম্বার ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল কাদের দুলাল, সাবেক কাউন্সিলর মো. বকুল হোসেন, সাবেক সেনা সদস্য আলা উদ্দিন, ইউটি সদস্য সীমা খাতুন, দেশীগ্রাম ইউনিয়নের ইউপি সদস্য মো. লিটন আহমেদ, আওয়ামী লীগ নেতা রুহুল আমীন, মো. জয়নুল আবেদিনসহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

