মাহমুদুল হাসান শুভ কাজিপুর (সিরাজগঞ্জ ) প্রতিনিধি: কাজিপুর উপজেলায় সিমান্তবর্তী এলাকায় পূর্বভরণশাহী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ইছামতি নদীর তীরে আঞ্চলিক ইজতেমা ময়দানে দেশি বিদেশি হাজার হাজার মুসুল্লি আজ শুক্রবার জুমার নামাজ আদায় করেছেন। জুমার নামাজে ইমামতি করেন বগুড়া মারকায মাদরাসার মুহতামিম মুফতি মশিউর রহমান। বৃহৎ জামাতে জুমার নামাজে অংশ নিতে ইজতেমা ময়দানে ফজর নামাজ পর থেকেই মানুষের ঢল নামে।
গতকাল বৃহস্পতিবার ফজরের নামাজ আদায়ের পর বগুড়া মার্কাজ মাদরাসার নায়েবে মুহতামিম মুফতি আলাউদ্দিনের উদ্বোধনী বয়ানের মধ্যদিয়ে ইজতেমা শুরু হয়েছে। চতুর্থবারের মত অনুষ্ঠিত হওয়া এ ইজতেমায় ইতিমধ্যেই দেশের বিভিন্ন প্রান্তের হাজারো ধর্মপ্রাণ মুসুল্লীগণ ইজতেমা ময়দানে সমবেত হয়েছেন। ইজতেমা ময়দানে বিদেশি মেহমানদের মধ্যে থাইল্যান্ড, সৌদি আরব ও বার্মার মেহমানরা উপস্থিত হয়েছেন বলে জানা গিয়েছে । ঢাকা কাকরাইল মসজিদের আলেমদের তত্ত্বাবধানে তিন দিনব্যাপী এ ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে।
ইজতেমা আয়োজক কমিটির শুরা সদস্য খোরশেদ আলম বলেন আমাদের বলেন যে , আগামীকাল শনিবার সকাল ১০,টায় ইজতেমার আখেরী মোনাজাত অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ । আখেরী মোনাজাত পরিচালনা করবেন ঢাকা কাকরাইল মসজিদের মুরব্বি মাওলানা আব্দুল মতিন। ফজর, যোহর, আসর ও মাগরিবের ওয়াক্তের নামাজ শেষে নবী রাসূলের তরিকা ও আল্লাহর ইবাদত বন্দেগীসহ ধর্মীয় বিষয়াদী নিয়ে ওলামায়ে কেরামগণ কোরআন ও হাদিস থেকে বয়ান পেশ করছেন।

