ঢাকাThursday , 16 November 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

উত্তর হালিশহর থানাধীন এলাকায় চাঁদাবাজিদের হাতে জীম্মি ও লাঞ্ছিত অসহায় রেমিটেন্স যোদ্ধা জাহাঙ্গীর আলম

Nadigram
November 16, 2023 7:23 am
Link Copied!

বিশেষ প্রতিনিধি এস এম জসিমঃ চট্টগ্রামস্থ উত্তর হালিশহর গলিচিপা পাড়ায় ওসমান গনির বাড়ীর খরিদকৃত জায়গায় কাজ করতে গিয়ে চাঁদাবাজদের হাতে জিম্মি ও লাঞ্ছিত অসহায় মোঃ জাহাঙ্গীর আলম।মৌজা: উত্তর হালিশহর থানা:হালিশহর আর এস খতিয়ান নং ২৪৩০,আর এস দাগ নং ১৩১,বি এস খতিয়ান নং ৭৩১ বি এস নং ৪৯৭৪ এবং নাম জারি খতিয়ানের বি এস ২০১৫ দাগের ৪ শতকের আন্দর তিন শতক বাড়ি ভিড়ি ক্রয় করেন মোঃ জাহাঙ্গীর আলম ।ক্রয়কৃত বর্ণিত জমির উপরে সিড়িয়ে কর্তৃক অনুমোদিত বাড়ি নির্মাণ কাজ করিতে গেলে বিভিন্ন সময় বিভিন্নভাবে চাঁদাবাজরা আসিয়া চাঁদা দাবি করেন মোঃ আফসারুল আমিন পিতাঃ মোঃ নুরুল আমিন।মোঃ ইলিয়াস পিতা মৃত মোঃমিয়া খাঁ ।মোঃ মহিউদ্দিন পিতাঃ মৃত মোঃ চুনচুন খাঁ। মোঃ করিম চৌধুরী পিতা আমাদুল চৌধুরী ।চাঁদাবাজদের দাবী কৃত চাঁদা না দিলে এখানে বাড়ি করা যাবে না বলে হুমকি ধামকি ও প্রাণ নাশের হুমকি দিয়ে আসছে চাঁদাবাজরা। চাঁদাবাজদের হুমকিতে জীবন যাত্রা থুমকে দ্বড়িয়েছে পরিবার নিয়ে মানবতার জীবন যাপন করছেন জাহাঙ্গীর আলমের পরিবারের সদস্যরা।পরবর্তীতে চাঁদা আদায় করতে না পারায় তারা বলেন জাহাঙ্গীরের ক্রয়কৃত জায়গায়র মধ্যে তারা জায়গায় পাবে বলে দ্বাবি করে আসছে।

বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে এবং নানান অজুহাতে জাহাঙ্গীর আলমকে ভয় ভীতি ও তার পরিবারের ক্ষতির হুমকি প্রদান করেন চাঁদাবাজরা।মোহাম্মদ জাহাঙ্গীর আলম কে আরো অবগত করেন যে এখানে বাড়ি করতে আসলে তার প্রাননাশের ভয় আছে।অন্যায় ও জোর পূর্বক ভাবে তাকে বেদখল করিবে এলাকায় বসবাস করিতে দিবে না ।হত্যা সহ বিভিন্ন প্রকার ক্ষতি করিবে বলে হুমকি প্রদান করে আসছে চাঁদাবাজরা ।চাঁদাবাজদের কথা মতো কাজ না হলে জাহাঙ্গীর আলম কে বিভিন্ন মিথ্যা মামলা হামলায় জড়িয়ে দিবেন বলে হুমকি প্রদান করেন।মোহাম্মদ জাহাঙ্গীর আলমের নিজ জাগায় নবনির্মিত দেওয়াল ভাঙ্গিয়া তারা প্রায় দুই লক্ষ টাকার মালামাল ক্ষতি সাধন করেছেন। অসহায় মোঃ জাহাঙ্গীর আলম নিরুপায় ।আমি এক জন রেমিটেন্স যোদ্ধা। জিবিকার তাগিদে বছরেরে পর বছরস্ত্রী সন্তান বাবা মা ছেড়ে ছিলাম প্রবাস জীবনে। আমি ন্যায় বিচার ও আমার জমি রক্ষা করতে পাড়ি।মোহাম্মদ জাহাঙ্গীর আলম একজন প্রবাসী। তিনি সারা জীবনের সঞ্চয় দিয়ে জায়গাটি খরিদ করেন ।এই জায়গা নিয়ে নানান হয়রানি শিকার হন মোঃ জাহাঙ্গীর আলমতিনি এই বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী সুদৃষ্টি কামনা করেছেন ।স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি সহ সকলের সহযোগিতা কামনা করে ন্যায় বিচারের জোর দাবি জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।