ঢাকাSaturday , 8 March 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

এডওয়ার্ড কলেজ ডিগ্রি বটতলায় ছুরিকাঘাতে শিক্ষার্থী আহত, মোবাইল-টাকা ছিনতাই

Nadigram
March 8, 2025 11:14 am
Link Copied!

মোঃ রাকিবুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ

পাবনা এডওয়ার্ড কলেজের ডিগ্রি বটতলা এলাকায় ছুরিকাঘাত করে এক শিক্ষার্থীর মোবাইল ও টাকা ছিনিয়ে নিয়েছে কিশোর গ্যাংয়ের সদস্যরা।বৃহস্পতিবার (৬ মার্চ) রাত আনুমানিক ১০:৩০ মিনিটে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী পাবনা পলিটেকনিক ইনস্টিটিউটের মেকানিক্যাল বিভাগের ১ম সেমিস্টারের ছাত্র মোঃ ইমন শেখ। তিনি রাতের খাবার শেষে মেসে ফেরার পথে ডিগ্রি বটতলা এলাকায় এ হামলার শিকার হন।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নির্জন স্থানটি পেয়ে কয়েকজন কিশোর তাকে ঘিরে ধরে এবং চড়-থাপ্পর মেরে মোবাইল ও মানিব্যাগ দাবি করে। দিতে অস্বীকৃতি জানালে দুর্বৃত্তরা তার হাত ও পায়ে ছুরিকাঘাত করে মোবাইল ও টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। আহত অবস্থায় তিনি রাস্তায় পড়ে থাকলে পথচারীরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।ইমন শেখের বাড়ি পাবনার সাথিয়া উপজেলার বামনডাঙা বনগ্রামে। তার বাবা মোঃ মুসলিম উদ্দিন ও মা মোছাঃ রোজিনা খাতুন।ঘটনার বিষয়ে পাবনা সদর থানাকে অবগত করা হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে। ইতোমধ্যে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অপরাধীদের শনাক্তের চেষ্টা চলছে।এদিকে, এ ধরনের ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শিক্ষার্থীরা নিরাপত্তার জন্য মধ্যরাতেই পাবনা সদর থানা ঘেরাও করে ওই এলাকায় পুলিশি টহল জোরদারের পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশের আন্তরিকতার সহিত দায়িত্ব পালনের দাবি জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।