নিজস্ব প্রতিবেদক:
জাতীয় কাউন্সিল বাস্তবায়ন, পেশাগত মান্নোয়ন, অধিকার প্রতিষ্ঠা ও প্রশিক্ষিত সাংবাদিক সমাজ গড়ার লক্ষ্যে”সরকারী বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালায় শতভাগ সাংবাদিকদের অংশগ্রহণ বাস্তবায়ন করার লক্ষ্যে কক্সবাজার জেলা আরজেএফ সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।৬ অক্টোবর শুক্রবার বিকেলে কক্সবাজার বাস টার্মিনালে খাবার বাড়ি রেষ্টুরেন্টে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন আরজেএফ প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম, প্রধান আলোচক ছিলেন আরজেএফ সাবেক সিনিয়র ভাইস চেয়ারম্যান মো: সেকেন্দার আলম শেখ, স্বাগত বক্তব্য রাখেন আরজেএফ চট্টগ্রাম বিভাগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মারুফ। সভায় কক্সবাজার জেলা আরজেএফ’র সভাপতি আব্দুর রাজ্জাক এর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন জেলা আরজেএফ সাধারণ সম্পাদক রমজান আলী।এ সময় বক্তব্য রাখেন,আরজেএফ’র সিনিয়র সহ-সভাপতি ওমর ফারুক বুলবুল সিকদার, সহ-সভাপতি আব্দুর শুকুর, সহ-সভাপতি দিদারুল ইসলাম কাজল, অর্থ সম্পাদক মো: ইলিয়াস,সহ-অর্থ সম্পাদক সৈয়দ মোঃ আব্দুলাহ, সহ-সাংগঠনিক সম্পাদক জাফরুল ইসলাম রানা, সহ-সভাপতি পূণ্য বর্ধন বড়ুয়া,যুগ্ন সম্পাদক নুর আলম শিকদার,প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল্লাহ শাহারিয়ার পাপ্পী, জণক্যাল্যান বিষয়ক সম্পাদক মোস্তফা জামান চৌধুরী, জেলা হকার সমিতির সভাপতি শহিদ,আরজেএফ কার্যকরী সদস্য সায়েদ, হোসেন শরিফ সোহেল, মো: শাহাজান প্রমূখ।

