মাহমুদুল হাসান(শুভ) কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার সোনামুখী ইউনিয়নের চরকাদহ,পারুলকান্দি, হরিনাথপুর এলাকায় রাতের আঁধারে চলছে মাটি কাটার হিড়িক।
পরিবেশ আইন অমান্য করে কয়েকমাস ধরে কাজীপুরের এই এলাকা গুলোতে উর্বর কৃষি জমি থেকে মাটি সরবরাহ করা হচ্ছে। এতে কমে যাচ্ছে জমির উর্বরতা, তেমনি ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবেশের ভারসাম্যও।
প্রশাসনকে তোয়াক্কা না করেই চলছে ফসলি জমির মাটি লুট-পাট । সন্ধ্যার পর চলাচল শুরু মাটিভর্তি ট্রাক্টর গুলো। মাটিবাহী এই ট্রাক্ট্রর গুলোর কারনে রাস্তা ও ব্যপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। মাটি ব্যবসায়ীদের দৌরাত্ম্য দিনদিন ব্যপকভাবে বেড়েই চলেছে।
সরেজমিনে খোঁজ নিয়ে দেখা যায়, দিনের বেলায় প্রশাসনের ভয়ে রাতের আঁধারে এই এলাকার কৃষি জমিগুলো থেকে কাটা হচ্ছে মাটি। সম্প্রীতি এই ধরনের ঘটনা বেড়েই চলছে।
চরকাদহ গ্রামের বাসিন্দা আলিমুদ্দিন বলেন, আমাদের আশে পাশের আবাদী জমিগুলো থেকে প্রায়ই মাটি কাটার হিড়িক চলে, বেশির ভাগ সময় রাতের আঁধারে অতিরিক্ত বোঝাই দিয়ে ট্রাক্টর চলে এতে মাটি রাস্তায় পড়ে রাস্তা কর্দমাক্ত হয় আমাদের চলাচলের ব্যপক অসুবিধা হয়। এছাড়াও আমাদের জমিতে আবাদ ও কমে যাচ্ছে।
কৃষি জমি থেকে মাটি কেটে নেওয়ার বিষয়টি শিকার করেছেন মাটি ব্যবসায়ী আব্দুস সোবহান, তিনি বলেন জমির মালিক বিক্রি করেছেন এতে আমি কি করতে পারি আমি তো একজন ব্যবসায়ী। রাতে মাটির কাটার বিষয়টি জানতে চাইলে তিনি বলেন দিনে সময় না পাওয়ায় রাতে কাটতে হয়েছে।
কাজীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শানজীদা মুস্তারী বলেন, আমি বিষয়টি জানতাম না, খোজ নিয়ে অবশ্যই এইবিষয়ে পদক্ষেপ নেবো।

