মো: লিটন উজ্জামান বিশেষ প্রতিনিধি :-
রবিবার (৯ মার্চ ২০২৪) সকাল সাড়ে ৯ টায় চীনের শেনজেন (Shenzhen) শহরের অন্তর্গত চীনা টেক জায়ান্ট হুয়াওয়ে (Huawei) কোম্পানির হেডকোয়ার্টারের ট্রেনিং সেন্টারে এক সপ্তাহ ব্যাপী ট্রেনিংয়ের সর্বপ্রথম দিনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সংক্রান্তে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের অতিরিক্ত ডিআইজি মো: খাইরুল আলমসহ হাইওয়ে পুলিশের অন্যান্য অফিসার বৃন্দ উক্ত প্রশিক্ষণ গ্রহণ করেন। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মূলত কম্পিউটারের সাধারণ অ্যালগরিদম ও মেশিন লার্নিং ব্যবহার করে কাজ করে থাকে। এটি অ্যালগরিদম, মেশিন লার্নিং, ডিপ লার্নিং ও নিউরাল নেটওয়ার্কস কাজে লাগিয়ে বিশাল তথ্যভান্ডার বিশ্লেষণ করে তার ফলাফল ও অনুমান জানিয়ে থাকে। মানুষ কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়লেও মেশিন কখনো ক্লান্ত হয় না। আর তাই এটি ব্যবহার করে অনেক বেশি কাজ অল্প সময়ের মধ্যে করিয়ে নেয়া সম্ভব। বর্তমানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এমনভাবে তৈরি করা হচ্ছে যা একদিন মানুষের মস্তিষ্কের আদলে নিজেই যেকোনো কাজের সিদ্ধান্ত দিতে পারবে।

