স্টাফ রিপোর্টারঃসিরাজগঞ্জ টাইমস অনলাইন পোটালে প্রচারিত বিনা বেতনে ট্রাফিক পুলিশ শারীরিক প্রতিবন্ধী ইব্রাহিমের সংবাদ প্রকাশের পর সিরাজগঞ্জ জেলা পরিষদের পক্ষে থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।রবিবার (৩০ অক্টোবর) সকালে জেলা পরিষদ কার্যালয় বিনা বেতনে ট্রাফিক পুলিশ ও শারীরিক প্রতিবন্ধী ইব্রাহিমকে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়।উপস্থিত থেকে আর্থিক সহায়তা করেন, জেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাস।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আনিসুর রহমান, জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান-২ আমিনুল ইসলাম, জেলা পরিষদের সহকারী প্রকৌশলী আব্দুল বাতেন, জেলা পরিষদের হিসাব রক্ষক ফাইজুল হক,জেলা পরিষদের উচ্চমান সহকারী সেলিনা সুলতানা, সহ জেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।
এসময় সাবেক মন্ত্রী ও জেলা পরিষদের চেয়ারম্যান লতিফ বিশ্বাস বলেন, সিরাজগঞ্জ টাইমস এর মাধ্যমে জানতে পারি বেলকুচি উপজেলা কান্দাপাড়া বাজার এলাকায় অসহায় শারীরিক প্রতিবন্ধী ইব্রাহিম বিনা পয়সায় প্রতিদিন সকাল ৮ টায় থেকে বিকাল ৫ টা পর্যন্ত কাজ করে থাকে। আমি আমার দপ্তর থেকে নগদ ২০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করি এবং দৌলতপুর চেয়ারম্যান আশিকুর রহমান লাজুক বিশ্বাস ইউনিয়ন পরিষদ থেকে প্রতিমাসে তিন হাজার টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দেন। আমি এবং আমার পরিবার রাজনীতি করি এলাকার বিভিন্ন উন্নয়ন,সমাজের অবহেলিত অসহায় দরিদ্র ও শারীরিক প্রতিবন্ধীদের ভাগ্য উন্নয়নের জন্য। মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ বিনির্মান করতে আমি তার বিশ্বস্ত একজন কর্মী হয়ে সিরাজগঞ্জ -৫ বেলকুচি, এনায়েতপুর, চৌহালী আসনের জাতীয় সংসদ নির্বাচন এলাকায় সরকারের ব্যাপক উন্নয়ন করতে চাই।

