শাহজাহান আলী স্টাফ রিপোর্টারঃ বগুড়ার শিবগঞ্জে দ্বাদশ সংসদ নির্বাচনে তফসিল ঘোষণা কে স্বাগত জানিয়ে মোটরসাইকেল গণতন্ত্র মঞ্চ ও বাম জোটের হরতালের প্রতিবাদে উপজেলা আওয়ামী লীগ এর সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু,র নেতৃত্বে মিছিল ও মোটর সাইকেল শোভা যাত্রা বের করা হয়।
১৭ নভেম্বর (বৃহস্পতিবার) সকাল থেকে মেটরসাইকেল শোভাযাত্রা উপজেলা সদর, মহা সড়কের মোকামতলা, মহাস্থান, রহবল, চন্ডিহারা ও কিচক, আমতলী বন্দরসহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিন করে।
গণতন্ত্র মঞ্চ ও বাম জোটের হরতাল এর কোন প্রভাব শিবগঞ্জ উপজেলা পরেনি। স্বাভাবিক দিলগুলোর মতই ছিলো জন সাধারণের চলাচল, রাস্তায় যান বাহান, সিএনজি অটোরিক্সাসহ বিভিন্ন যান নির্বিঘ্নে চলাচল করছে ও এর পাশাপাশি অফিস আদালত ও দোকানপাট খোলা রয়েছে।
হরতাল বিরোধী মিছিলে উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্র লীগ এর সাধারণ সম্পাদক আরমান হোসেন, ছাত্র লীগ নেতা আবু নাঈম, বায়জিদ, শাকিল, লিটন, সুমনসহ উত্তপল কুমার মহন্ত,সাখাওয়াত সরকার টুটুলসহ প্রমুখ।

