মাহমুদুল হাসান শুভ কাজিপুর (সিরাজগঞ্জ ) প্রতিনিধি: কাজিপুর উপজেলায় সিমান্তবর্তী এলাকায় পূর্বভরণশাহী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ইছামতি নদীর তীরে আঞ্চলিক ইজতেমা ময়দানে দেশি বিদেশি হাজার হাজার মুসুল্লি আজ শনিবার আখেরী মোনাজাত সংগ্রহ করেছেন। আখেরী মোনাজাত করেন কাতরাইল মুরব্বি মাওলানা আব্দুল মতিন। শনিবার আখেরী মোনাজাত অংশ নিতে ইজতেমা ময়দানে ফজর নামাজ পর থেকেই মানুষের ঢল নামে।
গত বৃহস্পতিবার ফজরের নামাজ আদায়ের পর বগুড়া মার্কাজ মাদরাসার নায়েবে মুহতামিম মুফতি আলাউদ্দিনের উদ্বোধনী বয়ানের মধ্যদিয়ে ইজতেমা শুরু হয়েছে। চতুর্থবারের মত অনুষ্ঠিত হওয়া এ ইজতেমায় ইতিমধ্যেই দেশের বিভিন্ন প্রান্তের হাজারো ধর্মপ্রাণ মুসুল্লীগণ ইজতেমা ময়দানে সমবেত হয়েছেন। ইজতেমা ময়দানে বিদেশি মেহমানদের মধ্যে থাইল্যান্ড, সৌদি আরব ও বার্মার মেহমানরা উপস্থিত হয়েছেন বলে জানা গিয়েছে । ঢাকা কাকরাইল মসজিদের আলেমদের তত্ত্বাবধানে তিন দিনব্যাপী এ ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে।
ইজতেমা আয়োজক কমিটির শুরা সদস্য খোরশেদ আলম বলেন. প্রতিবারে নেই এবার ও আমরা খুবই সুন্দর ভাবে এই তিনদিন ব্যাপী ইজতেমা শেষ করতে পেরেছি । তিনি আরো বলেন প্রতিবারে নেই এবার ও আমাদের ইজতেমা থেকে অনেক চিল্লা জামাত বের হয়েছে দেশের বিভিন্ন স্থানে তারা মৃলত বিশ্ব ইজতেমা সামনে রেখে দাওয়াত কাজ করবেন

