ঢাকাWednesday , 11 September 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

ধুনটে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম

Nadigram
September 11, 2024 8:21 pm
Link Copied!

মোঃ সাদিকুল ইসলাম বগুড়া জেলা বিশেষ প্রতিনিধিঃ ধুনট উপজেলায় এলাঙ্গী বাজার এলাকায় মামুন মিয়া (২৫) নামে ছাত্রদলের এক নেতাকে কুপিয়ে আহত করেছে দুর্বত্তরা। মামুন উপজেলার নলডাঙ্গা গ্রামের লোকমান হোসেনর ছেলে। সে বগুড়া সরকারি আজিজুল হক কলেজের শিক্ষার্থী ও এলাঙ্গী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি প্রার্থী।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মামুন মিয়া গতকাল মঙ্গলবার রাত ৮ টার দিকে এলাঙ্গী বাজার এলাকায় অবস্থান করছিল। এসময় দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়। একপর্যায়ে মামুন মিয়াকে কুপিয়ে আহত করে ঘটনাস্থল ত্যাগ করে তারা। পরে স্থানীয়রা আহত মামুনকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। স্থানীয়দের ধারনা দলীয় কোন্দলের জের ধরে এ ঘটনা ঘটতে পারে। ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈকত হাসান বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।