ঢাকাSaturday , 6 January 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

ধুনটে নদী খননের দুপারের মাটি কেটে বিক্রি করছে ওয়ার্ড মেম্বার ডাবলু

Nadigram
January 6, 2024 3:50 pm
Link Copied!

গোবিন্দ রায়, ধুনট প্রতিনিধি:

বগুড়ার ধুনটে ইছামতী নদী খননের দুপারের মাটি কেটে বিক্রি করার অভিযোগ উঠেছে চিকাশী ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের মেম্বারে বিরুদ্ধে। এসব মাটি ভেকু দিয়ে কেটে ডাম্প ট্রাকে করে বিভিন্ন জায়গায় বিক্রি করা হচ্ছে। রাতদিন এসব মাটি কেটে বিক্রি করলেও ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন, এসব অভিযোগ করেন স্থানীরা।
স্থানীয়রা জানান, মাটিবাহী এসব ডাম্প ট্রাক চলাচলের কারণে আশপাশের এলাকার বেশ কয়েকটি সড়ক ভেঙে খানাখন্দে সৃষ্টি হয়েছে।
এদিকে অভিযোগের বিষয় অস্বীকার করেছেন চিকাশী ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের মেম্বার ডাবলু প্রামানিক। ২০২১-২২ অর্থ বছরে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ধুনট উপজেলা চিকাশী ইউনিয়নের মোহনপুর এলাকার ইছামতী নদী খননের উদ্যোগ নেয়। নদী খননের মাটি তীরেই স্তূপ করে রাখা হয়। গত কয়েক দিন ধরে ডাবলু প্রামানিক ও তাঁর লোকজন দিয়ে ভেকুর (এক্সকাভেটর) সাহায্যে ওই মাটি ডাম্প ট্রাকে করে নিয়ে যাচ্ছে বিভিন্ন এলাকার। কমপক্ষে ১০ টির মতো ডাম্প ট্রাকে মাটি কেটে নিয়ে বিক্রি করেছেন তারা।
স্থানীয় বাসিন্দা ইকবাল হোসেন বলেন, ২৪ ঘণ্টায় চলাচল করছে অধিক ওজনের ডাম্প ট্রাক। মাটিবাহী গাড়ি চলাচলে আশপাশের সড়ক ভেঙে খানাখন্দের সৃষ্টি হয়েছে। আগামী বর্ষায় এই অঞ্চলের মানুষের চলাচল খুবই ভোগান্তি হবে। তা ছাড়া ধুলোবালিতে অতিষ্ঠ গ্রামবাসী।

ইকবাল হোসেন আরও বলেন, ‘সরকারি নদীর মাটি এভাবে কেটে বিক্রি করলেও প্রশাসনের নজরদারি দেখি না।’

এ বিষয়ে ধুনট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হুমায়ুন কবির বলেন, ‘বিষয়টি আমার জানা ছিল না।বিষয় টি তদন্ত করে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।