এইচএম ফারুক, চলনবিল প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানাধীন ৩ নং ধুবিল ইউনিয়ন আওয়ামী লীগের সঙ্গে মতবিনিময় সভা করলেন রায়গঞ্জ তাড়াশ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা.মো. আব্দুল আজিজ।
সলঙ্গা থানার ধুবিল ইউনিয়ন মালতিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে (রবিবার সকাল ১০ ঘটিকায়) মতবিনিময় সভায় ৩নং ধুবিল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মনিরুজ্জামান মনি মাস্টারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল করিম ভোলা সরকারের সঞ্চালনায়
প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় এমপি অধ্যাপক ডা. মোঃ আব্দুল আজিজ।
এ সময় আরোও বক্তব্য রাখেন রায়গঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমরুল হাসান ইমন তালুকদার
সলঙ্গা থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব রায়হান গফুর ও সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান লাভু
সলঙ্গা থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. রিপন সরকার, ধুবিল ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মো. মাসুম বিল্লাহ ও সাধারণ সম্পাদক মো.সেলিম রেজা প্রমুখ।
এ মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন ধুবিল ইউনিয়নের ৯ টি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক দ্বয়।

