ঢাকাThursday , 6 March 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

নন্দীগ্রামে অপরিচ্ছন্ন পরিবেশে সেমাই প্রস্তুতির দায়ে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

Nadigram
March 6, 2025 6:46 pm
Link Copied!

মোঃ মেহেদী হাসান নন্দীগ্রাম,বগুড়া প্রতিনিধিঃ

পবিত্র রমজান মাস উপলক্ষে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে সারাদেশে চলমান বাজার মনিটরিংয়ের ধারাবাহিকতায় নন্দীগ্রাম উপজেলার বিভিন্ন বাজারে ভ্রাম্যমাণ আদালতে অভিযান পরিচালনা করা হয়েছে।বৃহস্পতিবার সকালে উপজেলার পন্ডিতপুকুর ও সিংজানি এলাকায় বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।এসময় বিভিন্ন প্রতিষ্ঠানে ৩টি পৃথক মামলায় ১৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রোহান সরকার।এ সময় পণ্যের মোড়কে বিক্রয় মূল্য, উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ না থাকায় ❝ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮❞ অনুযায়ী পন্ডিতপুকুর বাজারের মুদি দোকানি জাকির হোসেন(২৬)কে ২হাজার,মূল্য তালিকা প্রদর্শন না করায় ❝ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯❞ অনুসারে অপর মুদি দোকানি উৎপল চন্দ্র রায়(৪২) কে ৪হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।এছাড়া বিএসটিআই এর অনুমোদন ব্যতীত অপরিচ্ছন্ন পরিবেশে সেমাই প্রস্তুতির দায়ে কুন্দারহাট সিংজানির আবু বক্কর সিদ্দিক(৩২) নামে ব্যক্তির প্রতিষ্ঠানে ❝বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউট আইন, ২০১৮❞ অনুযায়ী ১০হাজার টাকা জরিমানা আদায় করেন মোবাইল কোর্ট।উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআই বগুড়ার পরিদর্শক মোঃ সাকাওয়াত হোসেন।রমজান মাসে দ্রব‍্যমূল‍্য সহনীয় পর্যায়ে রাখতে অভিযান অব‍্যাহত থাকবে বলে জানান উপজেলা প্রশাসন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।