আরাফাত হোসেন,নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার নন্দীগ্রামে জামায়াত-বিএনপির সন্ত্রাস নৈরাজ্য ও অগ্নিসংযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এরপর বাসস্ট্যান্ডে বঙ্গবন্ধু চত্বরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মেয়র মো. আনিছুর রহমানের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মো. মুকুল মিঞা, আওয়ামী লীগ নেতা শামীম শেখ, গোলাম মোস্তফা, আনন্দ কুমার, ফিরোজুর রহমান, ফিরোজ কামাল ফারুক, জুলফিকার আলী, কালিপদ রায়, মখলেছুর রহমান, নিকুঞ্জ চন্দ্র, মোজাম্মেল হক, উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তুহিন আহমেদ, ছাত্রলীগ নেতা আল নোমান নাদিম, আবু তৌহিদ রাজীব, আল জাহিদ প্রমূখ।

