ঢাকাFriday , 1 November 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

নন্দীগ্রামে জাতীয় যুব দিবস পালিত

Nadigram
November 1, 2024 5:10 pm
Link Copied!

আরাফাত হোসেন নিজস্ব প্রতিবেদকঃ

দক্ষ যুব গড়বে দেশ বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপদ্যকে সামনে রেখে বগুড়ার নন্দীগ্রামে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। ১লা নভেম্বর শুক্রবার সকাল ৯টায় উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ের আয়োজনে একটি র‍্যালী বের হয়ে শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে।

এরপর সকাল ১০ টায় নন্দীগ্রাম উপজেলা পরিষদ সভাকক্ষে যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুর রউফ এর সভাপতিত্বে এবং সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা ইব্রাহিম খলিলুল্লাহর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও (ভারপ্রাপ্ত) নির্বাহী কর্মকর্তা রোহান সরকার। ঐ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আন্না রানী দাস, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আশিকুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সরদার মো: ফজলুল হক, পল্লি উন্নয়ন কর্মকর্তা শাহ আলম, নন্দীগ্রাম মডেল প্রেসক্লাবের   সাধারণ সম্পাদক প্রভাষক জাকারিয়া লিটন, যুগ্ম-সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রউফ উজ্জল প্রমুখ। এছাড়াও সফল যুব প্রশিক্ষনার্থী, উদ্যোক্তাগণ এবং খামারীগণও বক্তব্য রাখেন।
উল্লেখ্য, উক্ত যুব দিবসে প্রশিক্ষিত ৩০ জন যুবক ও যুব মহিলাদের মাঝে সনদ, ৪ লক্ষ টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয়। এছাড়াও যুব প্রশিক্ষনার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করাসহ হয় শপথ বাক্য পাঠ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।