নন্দীগ্রাম (বগুড়া )প্রতিনিধি:
বগুড়ার নন্দীগ্রামে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে উপহার হিসেবে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বগুড়া-৪ আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা এলএলবি’র ব্যক্তিগত তহবিল থেকে প্রতিটি পূজা মন্ডপে আথিক সহায়তা প্রদান ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে পূজা উদযাপন পরিষদ আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, উপজেলা যুবলীগ ও পূজা উদযাপন পরিষদের সভাপতি দুলাল চন্দ্র মহন্ত।
উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা স্বপন চন্দ্র মহন্ত, শামীম শেখ, ফিরোজ কামাল ফারুক, অরুণজোতি, উপজেলা কৃষক লীগের সভাপতি সফিকুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু সাঈদ , পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইরুল ইসলাম ।প্রমূখ সঞ্চালনা করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুকুমার চন্দ্র সরকার।

