ঢাকাMonday , 15 January 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

নন্দীগ্রামে প্রাইভেট কার থামিয়ে, চালকের হাত মুখ বেঁধে ইজিবাইক ছিনতাই

Nadigram
January 15, 2024 7:28 pm
Link Copied!

এ,আই,টি,সংবাদ দাতা আতিক:বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম এলাকায় ইজিবাইক ছিনতাইয়ের মৌখিক অভিযোগ করা হয়েছে। চালককে নজরদারিতে রেখে রহস্যময় বিষয়টির তদন্ত করছে থানা পুলিশ। মহাসড়কে ছিনতাই ব্যাপারে হাইওয়ে থানায় কেউ অভিযোগ নিয়ে যায়নি।শনিবার (১৩ জানুয়ারি) ইজিবাইক চালক সেলিম হোসেন (৪২) নন্দীগ্রাম থানায় গিয়ে মৌখিক অভিযোগ করেছেন। তিনি উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের কাথম গ্রামের শফিকুল ইসলামের ছেলে।চালকের অভিযোগ, তিনি শনিবার ভোরে বাড়ি থেকে ইজিবাইক (থ্রি হুইলার) নিয়ে মহাসড়ক হয়ে নন্দীগ্রাম শহরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে কাথম বেড়াগাড়ী পল্লী বিদ্যুৎ সাব-স্টেশন এলাকায় পৌঁছিলে হঠাৎ পিছন থেকে অজ্ঞাতনামা একটি প্রাইভেটকার এসে ইজিবাইকের সামনে দাঁড়ায়। কিছু বুঝে উঠার আগেই প্রাইভেটকার থেকে ৪জন ব্যক্তি নেমে ইজিবাইকের চালক সেলিমের হাত-মুখ বেঁধে গাড়িতে তোলে। তাদের একজন সেলিমের ইজিবাইক ও মোবাইল ফোন নিয়ে চলে যায়। প্রাইভেটকারে থাকা অন্য তিনজন ওই ইজিবাইক চালকের হাত, মুখ ও চোখ বাঁধা অবস্থায় কুন্দারহাট-রুপিহার বাজারের মাঝামাঝি সড়কের জলাশয়ে ফেলে যায়।কুন্দারহাট হাইওয়ে থানার ওসি মো. আব্বাস আলী জানান, ছিনতাইয়ের অভিযোগ নিয়ে তার কাছে কেউ আসেনি। বিষয়টির তদন্ত করছে থানা পুলিশ।নন্দীগ্রাম থানার ওসি মো. আজমগীর হোসাইন আজম বলেন, ইজিবাইক চালক মৌখিকভাবে ছিনতাই অভিযোগ করেছেন। তাকে নজরদারিতে রেখে গুরুত্ব দিয়ে বিষয়টির তদন্ত করা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।