নিজস্ব প্রতিবেদক:বগুড়া নন্দীগ্রামে বিএনপি জামায়াত শিবিরের নৃশংস হত্যাকান্ড ও জ্বালা ও পোড়াও এবং সাড়াদেশে অবৈধ হরতালের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা শ্রমিকলীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে ২ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা পাইলট হাই স্কুল মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে উপজেলার প্রধান সড়ক দিয়ে বিভিন্ন স্থান প্রদক্ষিন করে মহা সড়কের পাশে অবস্থিত বঙ্গবন্ধু চত্বরে এসে শান্তি সমাবেশ করে। মিছিলে বিএনপি জামায়াতের হরতাল মানিনা মানবোনা বলে স্লোগান দেন নেতাকর্মীরা। উপজেলার জাতীয় শ্রমিকলীগের আহবায়ক শাহীনুর রহমান শাহীন এর সভাপতিত্বে উপজেলা শ্রমিকলীগের যুগ্ন সাধারণ সম্পাদক লিটন, ওমর ফারুক হোসেন ২নং ইউনিয়ন ইউনিয়ন সভাপতি আনোয়ার ও মোশারফ হোসেন, সহ পৌর, ও ইউনিয়ন শ্রমিকলীগের নেতা ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি জামায়াতের অবৈধ হরতালের নামে অগ্নি সংযোগ জ্বালা ও পোড়াও এবং তাদের নৈরাজ্যকে প্রতিহত করার অঙ্গিকার ব্যক্ত করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

