নিজস্ব প্রতিবেদক: বগুড়ার নন্দীগ্রামে কয়েকদিনের টানা ভারী বৃষ্টিতে উপজেলার সদর ইউনিয়নের সিমলা কচুগাড়ী হিন্দু পাড়া বসতবাড়িতে হাঁটুপানি থাকায় কয়েকটি ঘর ভেঙে পড়া ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাড়িয়েছে উপজেলা ছাত্রলীগের যুগ্ম – সাধারণ সম্পাদক আবু তৌহিদ রাজিব।রবিবার (৮ অক্টোবর ) বিকালে আবু তৌহিদ রাজিবের নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা উপজেলার সিমলা কচুগাড়ী হিন্দু পাড়া এলাকায় পানিবন্ধী মানুষের মাঝে শুকনো খাবার, ঘরে ঘরে পৌঁছে দেয়। এসময় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবার গুলো ছাত্রলীগ নেতাকর্মীদের ধন্যবাদ জ্ঞাপন করেন।উপজেলা ছাত্রলীগের যুগ্ম – সাধারণ সম্পাদক আবু তৌহিদ রাজিব বলেন, নন্দীগ্রাম ২ নং সদর ইউনিয়নের সিমলা কচুগাড়ী হিন্দু পাড়া কয়েকদিনের টানা ভারী বৃষ্টিতে বসতবাড়িতে হাঁটুপানি থাকায় কয়েকটি ঘর ভেঙে পড়া ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে শুকনো খাবার পৌঁছে দিয়েছি। ছাত্রলীগের নেতাকর্মীরা যেকোনো মানবিক সঙ্কটে অতীতের মতো সাধারণ মানুষের পাশে থাকবে বলে জানান এই ছাত্রনেতা।

