নান্দাইল প্রতিনিধি খাইরুল ইসলামঃ ময়মনসিংহের নান্দাইল রবিবার (১২ নভেম্বর) স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর নান্দাইল, ময়মনসিংহ এর আওতাধীন পূর্ব দরিল্লা-কালিগঞ্জ সড়ক তারঘাট ভায়া পাছদরিল্ল্যা এবং মুশুল্লী সড়ক ও তারঘাট বাজার হতে লায়লার বাজার সড়ক পাকাকরণের দুইটি ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। রাস্তাটি দুটি পাকাকরণে ব্যয় হবে এক কোটি ৫০ (পঞ্চাশ) লাখ টাকা।
এ সময় নান্দাইল উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা জুয়েল, ৬ নং রাজগাতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইফতেখার মমতাজ খোকন, মুশুল্লী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইফতেখার উদ্দিন ভূঞা বিপ্লব, সহকারী প্রকৌশলীগণ, উপজেলা আওয়ামীলীগ নেতা খাইরুল ইসলাম, হারুন অর রশিদ মিন্টু, নান্দাইল পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি শফিকুল ইসলাম সালাম, সরকারি শহীদ স্মৃতি আদর্শ কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শরিফুল আলম (শরিফ) সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

