নান্দাইল প্রতিনিধি খাইরুল ইসলাম: স্মার্ট যুব,সমৃদ্ধ দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ”এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে। ময়মনসিংহের নান্দাইলে জাতীয় যুব দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব কার্যালয়ের আয়োজনে, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরন সহ আলোচনা সভা বুধবার (১লা নভেম্বর) উপজেলা হল রুমে অনুষ্ঠিত হয়।যুব দিবস উপলক্ষে একটি র্যালী উপজেলা চত্বর ও উপজেলা কেন্দ্রেীয় শহীদ মিনার চত্বর পদক্ষিণ শেষে আলোচনা সভায় এসে মিলিত হয়।উক্ত আলোচনা সভায় নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার অরুণ কৃষ্ণ পাল এর সভাপতিত্বে ও উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা ফয়েজ উদ্দিন ও অফিস সহকারী কাম কম্পিউটার অফারেটর কামাল হোসেনের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সারোয়ার হাসান জিটু, উপজেলা কৃষিকর্মকর্তা কৃষিবীদ আনিসুজ্জামান, সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহানা নাজনীন, আইসিটি অফিসার রাকিবুল হাসান, মোয়াজ্জেম পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাসলিমা আক্তার শিউলী, নান্দাইল প্রেসক্লাবের সভাপতি এনামুল হক বাবুল, জাতীয় যুব কাউন্সিল ময়মনসিংহ জেলা সদস্য বিধান কৃষ্ণ গোস্বামী, উদ্যোক্তা মোজাম্মেল হক,ফরিদ মিয়া সহ প্রমুখ। এসময় যুব উদ্যোক্তা যুব প্রশিক্ষণার্থীরা সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

