ঢাকাThursday , 6 March 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

নান্দাইলে রসের মিষ্টি দোকানে ৫০ হাজার টাকা জরিমানা

Nadigram
March 6, 2025 6:51 pm
Link Copied!

নান্দাইল প্রতিনিধি:খাইরুল ইসলাম

ময়মনসিংহের নান্দাইল উপজেলার নান্দাইল চৌরাস্তা বাজারে রসের মিষ্টি শপকে মেয়াদোত্তীর্ণ খাবার বিক্রির দায়ে ভ্রাম্যমান আদালতে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। বৃহস্পতিবার (৬ মার্চ) নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তারের উপস্থিতিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুর রহমান ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ জরিমানা আদায় করেন। জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বৃহস্পতিবার দুপুরে সরজমিন পরিদর্শনে মেয়াদোত্তীর্ণ খাবার বিক্রির সত্যতা পায় উক্ত অভিযান টিম। পরে জনসম্মুখে মেয়াদোত্তীর্ণ খাবার সামগ্রী ধ্বংস করা হয় এবং উক্ত শপের পরিচালক আবু বক্কর সিদ্দিককে নগদ ৫০ হাজার টাকা অর্থদন্ড আদায় করা হয়। পাশাপাশি স্থানীয় কয়েকটি মিষ্টির দোকানেও মেয়াদোত্তীর্ণ খাবার জনসম্মুখে ধ্বংস করা হয় এবং সকলকে সতর্ক করা হয়। এসময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে দোকান মালিকগণ পালিয়ে যায়। বর্তমানে রসের মিষ্টি শপটি তালাবদ্ধ অবস্থায় রয়েছে। নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার ভ্রাম্যমান আদালতের বিষয়টি নিশ্চিত করে বলেন, শুধু পবিত্র মাহে রমজান মাস উপলক্ষ্যে নয়, ভোক্তার অধিকার নিশ্চিত করনে এ ধরনের অভিযান সব সময়ে অব্যাহত থাকবে। আর এ জন্য ভোক্তা তথা জনসাধারণকে ও সচেতন থাকা জরুরী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।