নান্দাইল প্রতিনিধি খাইরুল ইসলামঃময়মনসিংহের নান্দাইলে উপজেলা প্রশাসন এবং বাংলাদেশ বিজ্ঞান, শিল্প গবেষণা পরিষদের বাস্তবায়নে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে ‘স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক’ সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০৯ নভেম্বর ) উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার অরুণ কৃষ্ণ পালের সভাপতিত্বে আলোচনা সভা ও প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চিফ সাইন্টিফিক অফিসার, (বিসিএসআইআর) লিটন মুন্সী।
এসময় প্রধান অতিথি হিসেবে ছিলেন, হাসান মাহমুদ জুয়েল চেয়ারম্যান উপজেলা পরিষদ,বিশেষ অতিথি হিসেবে ছিলেন,পৌর মেয়র রফিক উদ্দিন ভূইয়া,
উপজেলা ভাইস-চেয়ারম্যান সারোয়ার হাসান জিটু,মহিলা ভাইস-চেয়ারম্যান মনোয়ারা জুয়েল ।
আয়োজিত সেমিনারে দুটি প্রযুক্তির উপর আলোচনা এবং প্রদর্শনী অনুষ্ঠিত হয়।বিসিএসআইআর সায়েন্টিফিক সিনিয়র অফিসার মো: সাইদুল আজম উন্নত চুলা ও বায়োগ্যাস প্রযুক্তি নিয়ে বিশদ আলোচনা করেন৷ এসময় উপস্থিত বিভিন্ন স্কুল শিক্ষক, শিক্ষার্থী, আলোচনার বিষয়বস্তু নিয়ে বিভিন্ন প্রশ্ন করেন। আলোচকরা সেসবের সমাধান দেন৷উপজেলা পরিষদ হল রুমের সমানে ৩টি স্টল আগত অতিথি এবং শিক্ষার্থীরা স্টল পরিদর্শন করেন৷

