নান্দাইল প্রতিনিধি খাইরুল ইসলাম:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বুধবার (৩ জানুয়ারি) বিকাল ৪টায় নান্দাইল পৌর আওয়ামীলীগের উদ্যোগে চন্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব আনোয়ারুল আবেদিন খান তুহিনের এক জনসভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত জনসভায় নান্দাইল পৌর আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র রফিক উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সারোয়ার জামান জনির সঞ্চালনায় জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলহাজ্ব আনোয়ারুল আবেদিন খান তুহিন, বিশেষ অতিথি আমেরিকা আওয়ামী লীগের উপদেশ মন্ডলির সভাপতি সাইফুল ইসলাম, প্যানেল চেয়ারম্যান জেলা পরিষদ মোঃ আবু বক্কর ছিদ্দিক বাহার, উপজেলা ভাইস চেয়ারম্যান সারোয়ার হাসান জিটু, মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা জুয়েল, এমপি তুহিনের সহধর্মিণী জেবে নাইয়ার তৃণা, পুত্র আরমান আবেদীন খান প্রমুখ। এছাড়া উক্ত জনসভায় বিভিন্ন পৌর কাউন্সিলর বৃন্দ ও পৌরসভার নারী ও পুরুষ ভোটাররা উপস্থিত ছিলেন।
সমাবেশে পৌরসভার ৯টি ওয়ার্ড থেকে নেতা কর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে জনসভায় অংশগ্রহণ করে।প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আরেকটিবার আমাকে সুযোগ দিন”।

