ঢাকাSunday , 17 December 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

নান্দাইলে স্বামী-স্ত্রী মিলে দেবরকে পিটিয়ে হত্যা

Nadigram
December 17, 2023 6:58 pm
Link Copied!

নান্দাইল প্রতিনিধি খাইরুল ইসলামঃ

ময়মনসিংহের নান্দাইলে জমি সংক্রান্ত বিরোধের জের রোববার (১৭ই ডিসেম্বর) সকালে সাদেক মিয়া (৪৫) নামে দেবরকে পিটিয়ে হত্যা করেছে নিহতের আপন চাচাতো ভাই ও ভাইয়ের স্ত্রী। ঘটনাটি ঘটেছে নান্দাইল উপজেলার চরবেতাগৈর ইউনিয়নের চরকোমরভাঙ্গা গ্রামে। স্থানীয় সূত্রে জানাগেছে, নিহত সাদেক মিয়া চরকোমরভাঙ্গা গ্রামের মৃত কেরামত আলীর পুত্র। সকালে সাদেক মিয়ার চাচাতো ভাই সবুজ মিয়া ও সবুজ মিয়ার স্ত্রী নাজমা আক্তারের সাথে জমি বন্ধকীর দেনাপাওনা নিয়ে সাদেক মিয়ার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সাদেক মিয়ার বাড়ি উঠানে সবুজ মিয়া ও নাজমা আক্তার দেবর সাদেক মিয়াকে কাঠের চেলা দিয়ে পিটিয়ে মারাত্মক আহত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে নান্দাইল মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরন করে। স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. ফরিদ উদ্দিন বলেন, আমি হত্যাকান্ডের বিষয়টি শুনেছি। দেনাপাওনার বিষয়ে এ হত্যাকান্ড ঘটেছে। বিষয়টি তাৎক্ষনিক পুলিশকে অবহিত করা হয়েছে। নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল মজিদ বলেন, আমরা ঘটনাস্থলে অবস্থান করছি। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। তবে হত্যাকান্ডের সাথে জড়িতের দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।