ঢাকাWednesday , 6 December 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

নান্দাইলে ২৯টি অবৈধ করাতকল ভ্রাম্যমান আদালতে জরিমানা

Nadigram
December 6, 2023 5:05 pm
Link Copied!

নান্দাইল প্রতিনিধি খাইরুল ইসলামঃ ময়মনসিংহের নান্দাইল উপজেলার ১৩টি ইউনিয়ন ও পৌর সভা এলাকায় দীর্ঘদিন ধরে কোন প্রকার অনুমোদন ও বৈধ লাইসেন্স ছাড়াই ২৯টি করাতকল তাদের ব্যবসা পরিচালনা করে বৃক্ষনিধন অব্যাহত রেখেছে। অবাধে গাছ কাটা হচ্ছে। এতে করে পরিবেশের মারাত্মক ক্ষতি সাধন করা হচ্ছে।

বুধবার (৬ ডিসেম্বর) নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বন বিভাগের সহায়তায় উপজেলা কানারামপুর এলাকায় হাইওয়ে রাস্তার উপর গাছ রেখে লাইসেন্স বিহীন অবস্থায় করাতকল পরিচালনা করায় উত্তর পালাহার গ্রামের কাজিম উদ্দিনের পুত্র আল মাসুমকে নগদ ৫ হাজার টাকা ভ্রাম্যমান আদালতে জরিমানা আদায় করেছে। একই সাথে স’মিলের বিদ্যুৎ সংযোগ লাইন কেটে দেবার জন্য নান্দাইল পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএমকে নির্দেশনা দিয়েছেন।

নান্দাইল বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হাদী উল ইসলাম জানান, তাদের জরিপে ২৯টি অবৈধ করাতকল নান্দাইল উপজেলায় রয়েছে। বৈধ লাইসেন্স সহ রয়েছে মাত্র ৩টি করাত কল। তিনি জানান, পর্য্যায়ক্রমে সকল অবৈধ করাত কলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা সহ তাদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।